বাবা-মা হচ্ছেন পরমব্রত ও পিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী
কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর সংসারে নতুন অতিথি আসছে। দুই পোষ্য এবং নিজেদের ছবি ফেইসবুকে পোস্ট করে পরমব্রত লিখেছেন, পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে।
আনন্দবাজারকে পিয়া জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে। তিনি বলেন, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। শুক্রবার ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।
কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর সংসারে আসছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই পোষ্য এবং নিজেদের একটি ছবি পোস্ট করে পরমব্রত লিখেছেন, পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে পিয়া চক্রবর্তী জানিয়েছেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সব ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। শুক্রবার ঠিক করলাম, এবার সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সময় এসেছে।
পরমব্রত ও পিয়ার এই সুখবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছায় ভাসাচ্ছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। পরদিন সোশাল মিডিয়ায় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতার ছবি প্রকাশ করেন দুজনে। ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।
গায়ক অনুপমের সঙ্গে পিয়া সাংসারিক জীবনের ইতি টেনেছিলেন ২০২১ সালে। সোশাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন যৌথভাবে। তখন খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরে নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রতের পরিচালনায় ‘এই রাত তোমার আমার’ সিনেমাটি।