যে কারণে বলিউড ছাড়তে চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

প্রিয়াঙ্কা চোপড়া
মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করে আজ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় বলিউড ছেড়ে ফিরে যেতে চেয়েছিলেন তিনি। তার ক্যারিয়ারে এমন কঠিন মুহূর্ত এসেছিল, যখন একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল।
এই পরিস্থিতির কারণ ছিল প্রিয়াঙ্কার নাকের অস্ত্রোপচার, যা তার ক্যারিয়ারে জটিলতা সৃষ্টি করেছিল। সম্প্রতি পরিচালক অনিল শর্মা এই বিষয়টি প্রকাশ্যে আনলেন।
প্রিয়াঙ্কার নাকের ভিতর থেকে পলিপ সরাতে অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু এই অপারেশনের পর বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। যার ফলে অনেক ছবি হাতছাড়া হয়। তবে এই কঠিন সময়ে প্রিয়াঙ্কার পাশে ছিলেন অনিল শর্মা। তিনি 'দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই' ছবিতে প্রিয়াঙ্কাকে বিশেষ চরিত্রে সুযোগ দেন।
এছাড়া, সুনীল দর্শন এবং সুভাষ ঘাইয়ের মতো প্রযোজকদেরও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে রাজি করিয়েছিলেন। অনিল শর্মা বলেন, প্রিয়াঙ্কা তার প্রতিভা দিয়ে সফল হয়েছে। ঈশ্বর জীবনে এমন মানুষ পাঠান, যারা আপনাকে উৎসাহ দেন। আমি মনে করি, আমি তেমনই একজন ছিলাম প্রিয়াঙ্কার জীবনে।
প্রিয়ঙ্কা চোপড়া এই সহায়তা ভুলে যাননি। তিনি জানান, অনিল স্যার সবসময় আমার পাশে ছিলেন। ১০০ জনের মধ্যে আমাকে দেখলে তিনি এগিয়ে এসে কথা বলতেন। আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল এবং তার বাবার সঙ্গেও আমার সম্পর্ক ভালো ছিল।