×

বিনোদন

সুপারম্যানের চুমুর দৃশ্য কেটে ফেললো ভারত, সমালোচনার ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম

সুপারম্যানের চুমুর দৃশ্য কেটে ফেললো ভারত, সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে সুপারম্যানের সঙ্গে প্রেমিকা লোইস লেনের চুমুর দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। প্রভাবশালী মার্কিন সাময়িকী ভ্যারাইটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে জেমস গানের আলোচিত সিনেমা ‘সুপারম্যান’। তবে ভারতে হোঁচট খেলো এটি। ৩৩ সেকেন্ডের একটি চুমুর দৃশ্যসহ দুটি চুমুর দৃশ্য বাদ দিয়েছে সিবিএফসি। এসব দৃশ্যকে ‘অতিমাত্রায় যৌন উদ্দীপক’ বলে দাবি করেছে তারা।

গত ৭ জুলাই ছবিটিতে ইউএ (১৩‍+) রেটিং দিয়েছে সার্টিফিকেশন বোর্ড। ভারতের অনেক সিনেমায় নৃশংসতা, নারীর প্রতি সহিংসতার দৃশ্যকে দেদার ছাড়পত্র দেয়া হয়। তবে ‘সুপারম্যানের’ চুমুর দৃশ্য নিয়ে আপত্তিতে সমালোচনার ঝড় উঠেছে।

‘ফ্যামিলি ম্যান’, ‘স্ক্যাম ১৯৯২’ অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যদি সত্যি হয় তাহলে এটি হাস্যকর। প্রতিদিনই আজেবাজে ঘটনা ঘটছে।

ডিজিটাল ক্রিয়েটর অমল জামওয়াল এক্সে লিখেছেন, ‘হাউসফুল ৫’ সিনেমায় ডাবল মিনিং দেখানো যাবে। ‘জাত’ সিনেমায় ভয়াবহ নৃশংসতা দেখানো যাবে। কিন্তু সুপারম্যান লোইস লেনকে চুমু খেলেই সমস্যা!

এবারই প্রথম নয়, এর আগে ‘এফওয়ান’, ‘থান্ডারবোল্টস’ সিনেমায়ও কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। বিষয়টি নিয়ে সিবিএফসি ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বক্তব্য পাওয়া যায়নি।

ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর ছবিটি পরিচালনা করেছেন জেমস গান। ছবিতে সুপারম্যান হয়েছেন প্রায় আনকোরা ডেভিড কোরেনসোয়েট। তার প্রেমিকা লোইস লেনের চরিত্রে আছেন দ্য মার্ভেলাস মিসেস ম্যাইসেল তারকা র‍্যাচেল ব্রসনাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

যে ৫ কারণে খেতেই হবে কাঁকরোল

যে ৫ কারণে খেতেই হবে কাঁকরোল

সুপারম্যানের চুমুর দৃশ্য কেটে ফেললো ভারত, সমালোচনার ঝড়

সুপারম্যানের চুমুর দৃশ্য কেটে ফেললো ভারত, সমালোচনার ঝড়

‘সাকিব অন্য গ্রহ থেকে এসেছে’

‘সাকিব অন্য গ্রহ থেকে এসেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App