×

বিনোদন

ভারতীয় সিনেমায় জয়া, ক্ষোভ ঝাড়লেন তৃণমূল নেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

ভারতীয় সিনেমায় জয়া, ক্ষোভ ঝাড়লেন তৃণমূল নেত্রী

ছবি: সংগৃহীত

বর্তমানে দুই বাংলাতেই প্রায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু এবার এই অভিনেত্রীকে নিয়ে ওপার বাংলায় বাঁধল একরকম রাজনৈতিক বিতর্ক। টালিউডে জয়ার নিয়মিত কাজ এবং একের পর এক সিনেমায় সুযোগ পাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মূলত বিদেশি শিল্পী বিশেষ করে বাংলাদেশের ওপর ক্ষোভ প্রকাশ করেন; সঙ্গে তোলেন নানা প্রশ্নও। জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে!’

সেই পোস্টে জুঁই আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর ট্যালেন্ট নেই যে জয়া আহসানের সেই রোল টা প্লে করতে পারবে? দেশ তো আগে, প্রোডিউসার, ডিরেক্টররা দেশ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ নয় কি?’

বলিউডের প্রসঙ্গ টেনে আরও বলেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’ বলা বাহুল্য, তার এই মন্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে; যা নানা আলোচনা-সমালোচনা তৈরি করেছে ওপার বাংলার ইন্ডাস্ট্রি জুড়ে। 

যদিও জুঁই বিশ্বাস তার পোস্টে উল্লেখ করেছেন, এই মতামত তার একান্তই ব্যক্তিগত এবং কোনো রাজনৈতিক দল বা সংগঠনের পক্ষ থেকে তিনি এটি বলছেন না। তবুও তার এই মন্তব্য রাজনৈতিক মহলে এবং চলচ্চিত্র জগতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি, যার মুখ্য চরিত্রে রয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। এছাড়াও রয়েছেন ধৃতিমান চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাসকের রাজনীতি বনাম শোষিতের লাশ

শাসকের রাজনীতি বনাম শোষিতের লাশ

একদিন ডেমো ক্লাসের খপ্পরে

একদিন ডেমো ক্লাসের খপ্পরে

গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জে জঙ্গি কায়দায় হামলা চালানো হয়েছে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App