×

বিনোদন

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়!

ছবি: সংগৃহীত

ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এ অভিনেতা।

ওই সমাবেশে দেয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।

উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপতি বিজয়ের ফ্যান ক্লাব হিসেবে যাত্রা শুরু করা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’। সেসময়ই ১৬৯ আসনের ১১৫টিতে জয়লাভ করে দলটি। এরপরই রাজনৈতিক অঙ্গনে থালাপতি বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা। তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। ২০২৪ সালে গুঞ্জনকে সত্যে রূপ দিয়ে তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন তিনি। 

তামিলনাড়ুর নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা, এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপতি বিজয়। এছাড়া পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদ জানাতে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে উপস্থিত হয়েছিলেন তিনি। চলতি বছর রমজানে ইফতার করেন তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে। এসব ঘটনায় বেশ কয়েকবারই তুলেছেন আলোড়ন।

লিও, মার্শাল, সরকার, থেরি-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন থালাপতি বিজয়। রাজনীতির মাঠে তার আগমনটাও হয়েছে বেশ নায়কোচিত। সেসবের ভিত্তিতেই ধারণা, ‘২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।

চেন্নাইয়ে জন্ম নেয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা স্নেহ করে ডাকেন ‘থালাপতি’—বাংলায় যার অর্থ সেনাপতি। অসংখ্য হিট সিনেমার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতের শীর্ষ নায়কে পরিণত হন। তবে আলো ঝলমলে ক্যারিয়ারের মাঝেই বেছে নেন রাজনীতির কঠিন পথ। তার মতে, সিনেমা বিনোদনের জায়গা, কিন্তু রাজনীতি হলো সংগ্রামের ময়দান। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আমি এই লড়াই শুরু করেছি।

সভা শেষে নিজের ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেন থালাপতি বিজয়। এতে এখন পর্যন্ত লাইক পড়েছে ১ কোটি ৪ লাখ। তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ১ কোটি ৪০ লাখ। সেখানে থালাপতি বিজয়ের পোস্টে একদিনেই ১ কোটির বেশি লাইক পড়া প্রমাণ করে ভক্তদের অদম্য ভালোবাসা ও ক্রেজ। যা মোদির আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে ৩ বছরে দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে

বাংলাদেশে ৩ বছরে দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে

ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি' প্রদর্শন, আসকের উদ্বেগ

ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি' প্রদর্শন, আসকের উদ্বেগ

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও সময় দিলো বিএনপি

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও সময় দিলো বিএনপি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App