×

বিনোদন

বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

ছবি: সংগৃহীত

আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। তার পাত্রের নাম তানজিম তৈয়ব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন শবনম ফারিয়া।

তিনি জানান, তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত সে।

শবনম ফারিয়া বলেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই আতঙ্কের। এ বিষয়ে জটিল অভিজ্ঞতা হয়েছে। একপর্যায়ে ভেবেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আসবে না। তবে সময়ের পরিক্রমায় এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

তিনি বলেন, এদিন ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় কাছের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মিষ্টিমুখ করাতে সবাইকে বাদাম ও খেজুর খাওয়ানো হয়েছে। তবে বিয়ের সিদ্ধান্ত হঠাৎ হওয়ায় আমার একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। কারণ, তিনি দেশের বাইরে আছেন। 

অভিনেত্রী বলেন, অদূর ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রায় সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।

এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সেসময় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকাশ্যে এসেই ‘বোমা ফাটালেন’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশ্যে এসেই ‘বোমা ফাটালেন’ নেপালের সাবেক প্রধানমন্ত্রী

ঢাকার সড়ক ব্যাটারি রিকশার জঙ্গল

১৬ লাখ অবৈধ রিকশার চলাচল, নেই নিয়ন্ত্রণ ঢাকার সড়ক ব্যাটারি রিকশার জঙ্গল

সেবায় সংকট, প্রশাসন ভারী: স্বাস্থ্যে ৭৮ হাজার পদ খালি

সেবায় সংকট, প্রশাসন ভারী: স্বাস্থ্যে ৭৮ হাজার পদ খালি

কোমল হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছেন ‘মৃন্ময়ী’

দুর্গোৎসব কোমল হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছেন ‘মৃন্ময়ী’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App