×

বিনোদন

বিয়ে নিয়ে খোলামেলা স্বীকারোক্তি রাশমিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:০৯ পিএম

বিয়ে নিয়ে খোলামেলা স্বীকারোক্তি রাশমিকার

ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার গোপন বাগ্‌দানের খবর ঘুরছে সিনে দুনিয়ায়। শোনা যাচ্ছে, দীপাবলিও নাকি একসঙ্গে উদ্‌যাপন করেছেন এই তারকা জুটি। এমন গুঞ্জনের মাঝেই নিজের ব্যক্তিগত সম্পর্ক ও জীবনের প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কের ঝগড়া সাধারণত ছোটখাটো বিষয় নিয়েই হয়ে থাকে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না—এইসব বিষয় থেকেই ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়।

অভিনেত্রী জানান, এমন পরিস্থিতিতে দুই পক্ষের জন্যই বিষয়টা জটিল হয়ে পড়ে। জীবনসঙ্গীর মধ্যে তিনি কী গুণ খোঁজেন, জানতে চাইলে রাশমিকা বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে সে যেন আমার পাশে থাকে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।

সহানুভূতিশীল ও যত্নশীল জীবনসঙ্গী চান বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, আমার জীবনসঙ্গীর মনে দয়া-মায়া থাকতে হবে। থাকতে হবে সম্মান ও সহানুভূতি। সহানুভূতি না থাকলে একসঙ্গে পথচলা অসম্ভব।

২০১৮ সাল থেকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডার ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে এখনো কেউই মন্তব্য করেননি। বলিউড মহলে জোর গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদে পরিবারের উপস্থিতিতে আংটিবদল করেছেন তারা। আগামী ফেব্রুয়ারিতেই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা রয়েছে এই জনপ্রিয় তারকা যুগলের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App