×

ইউরোপ

৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দিবেন ম্যাক্রোঁ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১১:০৬ এএম

৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ দিবেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি : সংগৃহীত

ফ্রান্সে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (৮ অক্টোবর) রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক উচ্চপদস্থ কর্মকর্তা।

অধিকাংশ আইনপ্রণেতা পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিপক্ষে থাকায় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন বাজেট প্রণয়নের প্রয়োজনীয়তার কারণে প্রেসিডেন্ট স্থিতিশীলতা বজায় রাখতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তা জানিয়েছেন, সবদিক বিবেচনা করে প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন হবে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নো ৬ অক্টোবর পদত্যাগ করেন। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত ছিলেন এবং তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় দায়িত্ব পালন করছিলেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পর তিনি পদ থেকে সরে যাবেন।

আরো পড়ুন : ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইউরোপকে কটাক্ষ নেতানিয়াহুর

ফ্রান্সের সরকার সম্প্রতি জাতীয় বাজেট কাটছাঁটের প্রস্তাব পাস করেছে। সেপ্টেম্বরের প্রথম দিকে কল্যাণমূলক ও জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন খাত থেকে সরকারি বরাদ্দের মোট ৪,৪০০ কোটি ডলার ছেঁটে দেওয়া হয়। এতে সাধারণ জনগণ ও বিরোধী দলগুলো ক্ষুব্ধ হন।

প্রসঙ্গত, লেকোর্নোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আগে তার পূর্বসূরী ফাঙ্কোইস বায়রোকে পার্লামেন্টে আস্থাভোটে পরাজয় হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই দায়িত্ব দেওয়া হয়। তবে লেকোর্নোর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ২৭ দিনের মধ্যে এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘণ্টার মাথায় তিনি পদত্যাগ করেন।

প্রত্যক্ষ সাক্ষাৎকারে লেকোর্নো বলেন, যে সংকটের মধ্যে আমরা আছি, আমি মনে করি এখনও উত্তরণ সম্ভব। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরামর্শ দিয়েছি।

তার এই সাক্ষাৎকারের ২৪ ঘণ্টার মধ্যে এলিসি প্রাসাদ থেকে নতুন প্রধানমন্ত্রীর নিয়োগের ঘোষণা আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

‘সিজন ফোর’ নিয়ে আসছে ‘আইকে মিউজিক স্টেশন’

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘নন-ফ্যামিলি’ পোস্টিংয়ের কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

বিএনপির আরো ৫ নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App