×

পরীক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ: উত্তীর্ণ ৬০ হাজার ৫২১ প্রার্থী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:৪২ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ: উত্তীর্ণ ৬০ হাজার ৫২১ প্রার্থী

ছবি: সংগৃহীত

অবশেষে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। যাতে উর্ত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৫২১ জন। বুধবার (৪ জুন) বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে।

প্রার্থীরা ফল জানতে পারবেন http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের যেকোনটি থেকে। এক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন তারা।

এনটিআরসিএর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফলের বিভিন্ন তথ্য দেওয়া হয়। আগ্রহীদের থেকে আবেদন নেওয়ার দেড় বছরের বেশি সময় পর চূড়ান্ত ফল জানতে পারলেন শিক্ষক নিবন্ধনে আগ্রহীরা।

২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ১৫ মার্চ। এরপর ১৪ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন, পাসের হার ছিল ২৪ শতাংশ।

২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুতে ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ৮৯৮ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে অ্যামিক্যাস কিউরি নিয়োগ

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে অ্যামিক্যাস কিউরি নিয়োগ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App