×

পরীক্ষা

ঘোষণা এলো ভোররাতে

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:০৮ এএম

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। সোমবার দুপুর একটার পর ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে আজ মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, "আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।"

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও একই বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ রাত সাড়ে তিনটার দিকে ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন।”

উল্লেখ্য, এই দুর্ঘটনার পর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর গত ১৭ জুলাই কারফিউয়ের কারণে গোপালগঞ্জ জেলার ঢাকা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনের তাপমাত্রা কমার আভাস

দিনের তাপমাত্রা কমার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App