×

ফুটবল

আর্জেন্টিনায় কোপা সুদামেরিকানা ম্যাচে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম

আর্জেন্টিনায় কোপা সুদামেরিকানা ম্যাচে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ১৯

এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ইন্ডিপেনডিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলে–এর মধ্যকার ম্যাচটি সমর্থকদের সংঘর্ষের কারণে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা।

এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন চিকিৎসা শেষে ছাড়া পেলেও একজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে রয়েছেন।

চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলে অভিযোগ করেছে, স্বাগতিক ইন্ডিপেনডিয়েন্তের সমর্থক এবং স্থানীয় পুলিশ মিলে তাদের দর্শকদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, প্রায় ১০০ চিলিয়ান সমর্থককে গ্রেপ্তার করা হলেও ইন্ডিপেনডিয়েন্তের কোনো হামলাকারীকে আটক করা হয়নি। এছাড়া, ইন্ডিপেনডিয়েন্তে সমর্থকরা ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা করে এবং টিম বাসেও ভাঙচুর চালিয়েছে।

আরো পড়ুন : আফিদার নেতৃত্বে ইতিহাসগড়া সাফল্যে বাংলাদেশ, প্রশংসায় ব্রিটিশ গণমাধ্যম

অন্যদিকে, ইন্ডিপেনডিয়েন্তে ক্লাব এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, সফরকারী সমর্থকরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, টয়লেট ধ্বংস এবং আতশবাজি নিক্ষেপ করে বিশৃঙ্খলার সূত্রপাত ঘটায়। এর পাল্টা প্রতিক্রিয়াতেই সংঘর্ষের ঘটনা ঘটে।

সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ পরিবেশ দিতে হবে। আশা করি, কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

‘রাগিনী এমএমএস থ্রি’-তে প্রধান ভূমিকায় তামান্না ভাটিয়া, থাকছে চমক!

‘রাগিনী এমএমএস থ্রি’-তে প্রধান ভূমিকায় তামান্না ভাটিয়া, থাকছে চমক!

ভারতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

ভারতে নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App