×

ফুটবল

হামজা সমস্যায় পড়লে আমাকে স্মরণ করে : জামাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

হামজা সমস্যায় পড়লে আমাকে স্মরণ করে : জামাল

হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইংলিশ প্রিমিয়ার লিগ–খেলা ফুটবলার হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে চিত্র। জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে চার গোল করা হামজার দুটি গোলেই সরাসরি অ্যাসিস্ট দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠে দুজনের এই বোঝাপড়া এখন দলের শক্তি হিসেবে দেখা হচ্ছে।

ভারতের বিপক্ষে সোমবারের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজার সঙ্গে মাঠের বাইরের সম্পর্ক নিয়েও কথা বলেন জামাল। তিনি বলেন,

হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। ওর কোনো সমস্যা হলে আমাকে টেক্সট বা কল করে। ফুটবল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমিও ওকে জিজ্ঞেস করি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং মাঠের বাইরে থেকেই শুরু।

হামজার চার গোলের প্রথমটি ছিল ভুটানের বিপক্ষে জামালের কর্নার থেকে। সর্বশেষ গোলটি নেপালের বিপক্ষে, সেটাও জামালের পাসে। চার গোলের মধ্যে কোনটি সেরা—জানতে চাইলে জামাল দ্বিধাহীন বলেন, বাইসাইকেল কিকের গোলটি অসাধারণ। হামজার চার গোলের মধ্যে আমার দুটি অ্যাসিস্ট, এটা অবশ্যই খুশির।

যদিও মাঠে রসায়ন দুর্দান্ত, তবুও অধিনায়ক হয়েও জামাল নিয়মিত একাদশে থাকেন না। আগামীকাল ভারতের বিপক্ষে খেলবেন কি না—এই প্রশ্নে তিনি বলেন, এটা কোচের সিদ্ধান্ত। আমি খেলতে চাই। না খেললে অবশ্যই খারাপ লাগে।

দীর্ঘদিন গোলসংকটে থাকা বাংলাদেশ দলের জন্য হামজার আগমন আশীর্বাদ বলেই মনে করছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তিনি বলেন, হামজা ছয় ম্যাচে চার গোল করেছে—তার পজিশন যাই হোক, এটা দারুণ ইতিবাচক। তার ইমপ্যাক্ট অনেক বড়। সে আসার পর থেকে ভারত ম্যাচ ছাড়া আমরা প্রতিটি খেলায় গোল করেছি। তাকে সামনে–পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে, যা দলের জন্য খুবই ভালো।

হামজার ধারাবাহিক পারফরম্যান্স ও জামালের অভিজ্ঞতা মিলিয়ে ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী পুরো বাংলাদেশ শিবির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অ্যাটকোর মহাসচিব হলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম

অ্যাটকোর মহাসচিব হলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম

ফতোয়াবাজদের সঙ্গে জোট গঠনের প্রবণতা, অভিযোগ নারীপক্ষ’র

ফতোয়াবাজদের সঙ্গে জোট গঠনের প্রবণতা, অভিযোগ নারীপক্ষ’র

মৃত্যুদণ্ডের রায়ে ‘আমি কষ্ট পাচ্ছি’, বললেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

মৃত্যুদণ্ডের রায়ে ‘আমি কষ্ট পাচ্ছি’, বললেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App