×

সরকার

সোহাগ হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আসিফ নজরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

সোহাগ হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আসিফ নজরুলের

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি দেন।

পোস্টে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’

তিনি জানান, দায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ এর অধীনে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বলেন তিনি।

আরো পড়ুন : মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরও এক আসামি গ্রেফতার

গত ৯ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সোহাগকে মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে গেটের বাইরে এনে কুপিয়ে ও মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা এই নির্মম হত্যাকাণ্ডের কঠোর শাস্তি ও দ্রুত বিচার দাবিতে সোচ্চার হন।

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার ঘটনায় কেউই ছাড় পাবে না এবং এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

রাজশাহীতে ড. মঈন নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App