কঠোর না হলে ৫ জন কীভাবে গ্রেপ্তার হলো- পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না- গণমাধ্যমকর্মীদের এমন অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হতো, তাহলে পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা সম্ভব হতো?’
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : সোহাগ হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস আসিফ নজরুলের
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের এই নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। সভ্য সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতেও একজনকে ধরা হয়েছে। এর আগে র্যাব দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এবং মেট্রোপলিটন পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা শাখার (ডিবি) টিমও বিষয়টি নিয়ে কাজ করছে।
তিনি আশ্বস্ত করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো অপরাধী ছাড় পাবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে নির্লিপ্ত বলার সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি যদি হয়ও, সেটার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তারা দ্রুততম সময়ে অপরাধীদের ধরছে।
আরো পড়ুন : মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরও এক আসামি গ্রেফতার
তিনি উদাহরণ দিয়ে বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানে বোমা আতঙ্ক সৃষ্টির ঘটনায় যিনি ফোন করেছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি যিনি ওই নারীর পরামর্শদাতা ছিলেন, তাকেও ধরা হয়েছে। চাঁদপুরের সাম্প্রতিক ঘটনায়ও হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, অনেক সময় কোথাও কোথাও কিছুটা দেরি হতে পারে। তবে আমরা দেশবাসীকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো অপরাধ বা অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, তারা যথাযথ ব্যবস্থা নেবে। আমরা যেকোনো ঘটনায় দ্রুত অ্যাকশনে যাচ্ছি।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।