×

সরকার

৫ আগস্ট জাতির পুনর্জাগরণের দিন: ড. ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম

৫ আগস্ট জাতির পুনর্জাগরণের দিন: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্ট শুধু একটি তারিখ নয়, বরং এটি জাতির ফ্যাসিবাদী শাসন থেকে পুনর্জন্মের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এটি একটি প্রতিজ্ঞা ও গণজাগরণের দিন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব বীর সন্তানকে, যাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

আরো পড়ুন : জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু বুধবার

ড. ইউনূস অভিযোগ করেন, বিগত ১৬ বছরে দেশে মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সরকার গণবিক্ষোভ দমন করতে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে দ্বিধা করেনি। এমনকি জুলাই-আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ নাগরিকদের হাসপাতালে চিকিৎসা করতেও বাধা দেওয়া হয়েছিল।

প্রধান উপদেষ্টা বলেন, সেইসব আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ড. ইউনূস বলেন, ১৯৭১ সালে জনগণ যেভাবে সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচারের লক্ষ্যে যুদ্ধ করেছিল, স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও মানুষ সেই স্বপ্ন থেকে বঞ্চিতই রয়ে গেছে। ন্যায়বিচার, গণতন্ত্র ও সমানাধিকারে এখনো রয়েছে বড় রকমের ঘাটতি।

ড. ইউনূস ২০২৪ সালের ‘উত্তাল জুলাই’-কে বাংলাদেশের ইতিহাসের এক মোড়ঘোরানো অধ্যায় হিসেবে বর্ণনা করে বলেন, ১৬ বছরের জমে থাকা ক্ষোভ সেই সময় প্রবল বিস্ফোরণে রূপ নেয়। এদেশের তরুণরা বছরের পর বছর ধরে চাকরির জন্য সংগ্রাম করেছে, কিন্তু দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি এবং মাফিয়াতন্ত্রের কবলে পড়ে তারা পিছিয়ে পড়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি ছিল তরুণদের হতাশার একটি বড় কারণ। এটি ছিল এক ধরনের দুর্নীতির মাধ্যম, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তরুণ সমাজ প্রতিবাদ করলেও, স্বৈরাচারী সরকার তাতে কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন, চাকরি পাওয়ার শর্ত হয়ে দাঁড়িয়েছিল মাফিয়া-সাংসারিক ঘনিষ্ঠতা। যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই বা ক্ষমতাসীনদের অনুগত নয়, তার জন্য চাকরির দুয়ার বন্ধ ছিল। সেই বাস্তবতায় তরুণ প্রজন্ম এক ভয়াবহ বৈষম্যের শিকার হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ৫ আগস্ট একটি নতুন সূচনা। এটি জাতীয় পুনর্জাগরণের প্রতিজ্ঞাবদ্ধ দিন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

 সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে নতুন ভাবনা

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে নতুন ভাবনা

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে যা ঘটেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App