×

জাতীয়

জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু বুধবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম

জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ উত্তোলন শুরু বুধবার

ছবি : সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণঅভ্যুত্থনের শহীদ অজ্ঞাত ১১৪ জনের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হবে।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগরের একটি আদালত এই সংক্রান্ত আদেশ দেন।

সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান জানান, মরদেহ উত্তোলনের জন্য তাদের প্রস্তুতি থাকলেও আদালতের আদেশ কপি সন্ধ্যায় হাতে পৌঁছায়। তাই প্রক্রিয়া একদিন পিছিয়ে বুধবার থেকে শুরু করা হচ্ছে।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, রায়েরবাজার গণকবরে জুলাই ও আগস্ট মাসে দাফন করা অজ্ঞাত মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। এতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ সহজ হবে।

আরো পড়ুন : আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, জানাতে পারেন নির্বাচনের সম্ভাব্য তারিখ

মরদেহ উত্তোলন কার্যক্রম তত্ত্বাবধান করবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিআইডির ফরেনসিক টিম ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত থাকবেন এ কাজে।

এর আগে ২ আগস্ট রায়েরবাজার গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এখানে ১০০ জনের বেশি শহীদ দাফন করা হয়েছে যাদের অনেকের পরিচয় অজানা। আগে স্বজনদের অনেকেই মরদেহ উত্তোলনে অনিচ্ছুক ছিলেন। তবে এখন তারা সম্মতি দিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষদের মৃতদেহ উদ্ধার করে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লাশ উত্তোলনের আদেশ দেন এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন। পাশাপাশি, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত শেষে আইনি কার্যক্রম অনুযায়ী পরিবারগুলোর কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণের কথাও বলা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

পিটার হাসের সঙ্গে হাসনাতদের গোপন বৈঠক নিয়ে যা ভাবছে সাধারণ নাগরিক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির তাণ্ডব, নিহত ৪, নিখোঁজ অনেক

 সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

সংবিধান বাতিলের বিপক্ষে কথা বলায় লাঞ্ছিত হলেন হানিফ বাংলাদেশি

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে নতুন ভাবনা

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে নতুন ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App