×

সরকার

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:৪৫ পিএম

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

লুট হওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র ও গুলির সন্ধান দিলে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের নগদ পুরস্কৃত করা হবে। তিনি বলেন, অস্ত্রের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

পিস্তল ও শর্টগানের জন্য ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং এলএমজির জন্য ৫ লাখ টাকা। এছাড়া প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

আরো পড়ুন : রোহিঙ্গা সংকট নিরসনে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীতে আগে নিয়োগ ও বদলি ছিল দুর্নীতির বড় ক্ষেত্র। এখন কঠোর পদক্ষেপ নেওয়ায় এ প্রক্রিয়া থেকে দুর্নীতি দূর হয়েছে। সাংবাদিকরাও গত এক বছরে কোনো অনিয়ম খুঁজে পাননি।

তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, নিয়োগসহ অন্য কোনো খাতে দুর্নীতি পেলে রিপোর্ট করতে, তবে ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি না করার আহ্বান জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার রাস্তা বন্ধ করে চলাচল নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, তাকে শোকজ করা হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত সফরে আসছে আর্জেন্টিনা, ১ ম্যাচেই খরচ ৫৫৬ কোটি টাকা

ভারত সফরে আসছে আর্জেন্টিনা, ১ ম্যাচেই খরচ ৫৫৬ কোটি টাকা

সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App