×

সরকার

তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ছবি : সংগৃহীত

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর নতুন ডিসি করা হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং নরসিংদীর ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নামে আরো ৫ দেশে সম্পদের সন্ধান

নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল অব্যাহত রেখেছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনাসহ ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

সে সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি করা হয়। পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার ডিসি এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ অধিবেশন: রাজনৈতিক নেতারা কেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী?

প্রশ্ন উঠেছে, সেখানে কী ভূমিকা রাখবেন তারা জাতিসংঘ অধিবেশন: রাজনৈতিক নেতারা কেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী?

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু!

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু!

আহত সালমান খান

আহত সালমান খান

সরিয়ে দেয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেসকে

সরিয়ে দেয়া হলো জনপ্রশাসন সচিব মোখলেসকে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App