১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, ওই দিন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকার সতর্ক অবস্থানে আছে। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে। পাশাপাশি, কেউ সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানানো হচ্ছে।
আরো পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো অঘটন ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতনভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায় তারা সহজেই জামিন পেয়ে যায়—এ বিষয়ে আদালতের সংশ্লিষ্টদের অনুরোধ করবো, যেন সন্ত্রাসীরা সহজে জামিন না পায়।
এছাড়া তিনি জানান, নির্বাচন প্রস্তুতি মোটামুটি সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া আয়োজন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
