×

সরকার

গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:১২ পিএম

গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ছবি : সংগৃহীত

গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে গুলি চালানোর কোনো ব্যক্তিগত নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, এমন ব্যবস্থা নেওয়ার বিষয়টি আইনে বিদ্যমান, কমিশনারের আলাদা কোনো নির্দেশ নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি কার্যালয়ের পাশে সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা নয়, এটা এদেশের আইন। আইনটা দেখেন। আমি কোনো আইন বানাই না, আইন বানায় পার্লামেন্ট।

আরো পড়ুন : ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, দুর্বৃত্তরা যদি ককটেল ছোড়ে, বাসে আগুন দিতে চায়—তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটি আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ডিএমপি প্রধান বলেন, সম্প্রতি থানার সামনে এক পুলিশ সদস্য ককটেল হামলায় আহত হয়েছেন। এতে পুলিশ সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি সবার সহযোগিতা চান।

তিনি বলেন, ডিবি পুলিশের নতুন সাইবার সাপোর্ট সেন্টার জনগণের আস্থা বাড়াবে এবং নিরাপদ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। অনলাইনে প্রতারণার শিকার হলে নগরবাসী ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

এর আগে, ১৬ নভেম্বর গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, জানমালের ঝুঁকি তৈরি হলে গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীকে লক্ষ্য করে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। ওয়্যারলেস বার্তায় এমন নির্দেশনা পাঠানো হয়েছিল বলেও জানা যায়।

তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, হ্যাঁ, এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে—তাহলে পুলিশ কি চুপচাপ বসে থাকবে?

এর আগেও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

টানা ১০ম বার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

টানা ১০ম বার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

জীবাশ্ম জ্বালানি ফেইজ আউট ও জলবায়ু রোডম্যাপের দাবি

কপ৩০-এর ৯ম দিন জীবাশ্ম জ্বালানি ফেইজ আউট ও জলবায়ু রোডম্যাপের দাবি

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App