×

সরকার

হাদির হত্যাচেষ্টার মূল আসামি ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

হাদির হত্যাচেষ্টার মূল আসামি ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হাদির জন্য সবাই দোয়া করবেন। সবার সহযোগিতা ও দোয়ার মাধ্যমে তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, হত্যাচেষ্টার মূল আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আশা করা হচ্ছে, সাধারণ জনগণের সহায়তায় খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিশেষ ব্যবস্থা নেবে। ইতোমধ্যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য অস্ত্র লাইসেন্স দেওয়া হতো; এখন নির্বাচনে অংশগ্রহণকারীদেরও লাইসেন্স প্রদান করা হবে এবং যাদের অস্ত্র জমা আছে, তা ফেরত দেওয়া হবে।

আরো পড়ুন : হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধীর জামিন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার করা হয়েছে, তবে জামিন দেওয়ার ক্ষমতা আদালতের। আমরা চেষ্টা করছি, তাকে আইনের আওতায় আনার।

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো শঙ্কা নেই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

আইডিইবিতে ইউনেট বাংলাদেশ গেমিং ও ইস্পোর্টস সামিট ২০২৫ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

যারা দুর্নীতিগ্রস্ত তাদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে যাক: এসিএম সভাপতি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সিলেটের গোলাপগঞ্জের নতুন ইউএনওকে হত্যার হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App