বাড়ল বাংলাদেশিদের মেডিকেল ভিসা, ভারতজুড়ে খুশির জোয়ার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:০৪ এএম

মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হচ্ছে এ সিদ্ধান্ত। এতে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তির হাসি।
দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশিদের যাতায়াত সীমিত থাকায় ক্ষতির মুখে পড়েছিলেন অসংখ্য ভারতীয় ব্যবসায়ী। বিশেষত কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লিতে বাংলাদেশি রোগী ও পর্যটক নির্ভর ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছিল। অনেকেই জীবিকা বদলাতে বাধ্য হয়েছিলেন।
আগে প্রতি বছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসার উদ্দেশ্যে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসানীতির জটিল করে ভারত। আর এ সিদ্ধান্তেই বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এর ফলে হাসপাতাল, হোটেল, পরিবহন, খুচরা বাজার, এমনকি মুদ্রা বিনিময় ব্যবসাও ক্ষতির মুখে পড়ে।
আরো পড়ুন : ভারী বৃষ্টিতে দিল্লিতে দেয়াল ধসে নিহত ৭
এবার ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় আশা করা হচ্ছে, বাংলাদেশি রোগী ও ভ্রমণকারীর সংখ্যা দ্রুত বাড়বে। ভারতীয় হাসপাতাল মালিকরা বলছেন, এই পরিবর্তন তাদের ব্যবসায় নতুন প্রাণ সঞ্চার করবে। একই প্রত্যাশা জানাচ্ছেন হোটেল ব্যবসায়ী, পোশাক ও খাদ্যপণ্য বিক্রেতা, পরিবহন উদ্যোক্তা ও অন্যান্য খাতের ব্যবসায়ীরাও।
ধর্ম, রাজনীতি ও দ্বন্দ্ব ভুলে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন অটুট থাকে এমনটাই আশা করছেন সবাই।