জাতীয় নির্বাচন
ভোটকেন্দ্র নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডিক্যাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১১:১০ এএম

পুলিশের জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। ছবি : সংগৃহীত
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে পুলিশের জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি