মার্কিন এফ-৩৫ প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান, সামরিক ভারসাম্যহীনতার শঙ্কা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়ার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটি বলেছে, এই ধরনের আধুনিক সামরিক প্রযুক্তির সরবরাহ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরো বাড়িয়ে তুলবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে দেয়া মার্কিন-ভারত যৌথ বিবৃতির তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, যৌথ বিবৃতিতে পাকিস্তানের নামে যে অভিযোগ তোলা হয়েছে তা একপেশে, বিভ্রান্তিকর এবং কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
এর আগে, ওয়াশিংটন-নয়া দিল্লির যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা এবং পাঠানকোট হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। এছাড়া পাকিস্তান যেন তাদের ভূখণ্ড সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করতে না দেয়, সেই নিশ্চয়তার কথা বলা হয়।
এর জবাবে শাফকাত আলি খান বলেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পাকিস্তান সন্ত্রাসবিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও এই ধরনের একপেশে মন্তব্য আমাদের অবাক করেছে। পাকিস্তান বিদেশি পৃষ্ঠপোষকতায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের সন্ত্রাস মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।
শাফকাত খান যৌথ বিবৃতিতে ভারতের মানবাধিকার লঙ্ঘন ও বিদেশে ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার প্রসঙ্গ উপেক্ষা করায় হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের মন্তব্য ভারতের পৃষ্ঠপোষকতায় সংঘটিত সন্ত্রাসবাদ, নাশকতা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারবে না। পাশাপাশি, এটি মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ভারতের বিদ্বেষমূলক অপরাধকেও ঢাকতে পারবে না।
ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়ার সম্ভাবনা প্রসঙ্গে শাফকাত খান বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য নষ্ট করবে এবং নিরাপত্তা স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা আন্তর্জাতিক অংশীদারদের দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে দেখতে এবং একপেশে অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানাই।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন শাফকাত আলি খান।