×

আন্তর্জাতিক

ইউক্রেনে সেনা পাঠাতে চায় যুক্তরাজ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ পিএম

ইউক্রেনে সেনা পাঠাতে চায় যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে এই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটেন ও ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে তিনি ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

রবিবার ডেইলি টেলিগ্রাফে স্টারমার লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাজ্য অগ্রণী ভূমিকা পালন করছে, যার অর্থ—প্রয়োজনে আমাদের নিজস্ব সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখতে প্রস্তুত হওয়া এবং আমরা সেটা করতে ইচ্ছুক।

স্টারমার আরো বলেন, আমি এটা হালকাভাবে নিচ্ছি না, সেনা পাঠানোর বিষয়ে খুব গভীরভাবে দায়বদ্ধতা অনুভব করেছি- যদিও এই ধরনের সিদ্ধান্ত সম্ভাব্যভাবে ব্রিটিশ সেনাদের ক্ষতির মুখে ফেলতে পারে।

কিন্তু ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ভূমিকা আমাদের মহাদেশের নিরাপত্তা এবং এই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

স্টারমার নিশ্চিত বলেছেন, তিনি ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবিলায় সোমবার প্যারিসে অনুষ্ঠিতব্য শীর্ষ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। 

তিনি আরো বলেন, শিগগিরই আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবো। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য এক অনন্য ভূমিকা পালন করবে।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রী বলেন, “মার্কিন সমর্থন থাকাটা সবসময়ই গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন নিরাপত্তা গ্যারান্টিও অপরিহার্য, কারণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রই (প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে আবার আক্রমণ করা থেকে বিরত রাখতে পারে।”

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

এই চার প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক-পঞ্চমাংশ। 

অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার

প্রেস সচিব খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার

জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

মানবতাবিরোধী অপরাধ জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App