×

আন্তর্জাতিক

এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১১:৪৬ পিএম

এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের নামে সুগন্ধি বাজারে এনেছেন। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার সুযোগ নিয়ে তিনি ও তার পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে কি না। নিউইয়র্কের সাবেক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প, যিনি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেছেন, এ সপ্তাহে 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে পুরুষদের জন্য একটি কোলন ও নারীদের জন্য একটি পারফিউম 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে বাজারে আনার ঘোষণা দিয়েছেন।

সোমবার ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, 'ট্রাম্প ফ্র্যাগরেন্স এখন এখানে। এগুলোর নাম 'ভিক্টরি ৪৫-৪৭', কারণ এগুলো জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।' ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন। পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। বোতলগুলো দেখতে ট্রাম্পের ক্ষুদ্র মূর্তির মতো।

পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পণ্যটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আক্রমণ করেছেন। ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এক্স-এ পোস্ট করা ভিডিওতে বলেন, 'আমেরিকার ইতিহাসে এর আগে কেউ এত প্রকাশ্য চুরিবিদ্যায় লিপ্ত হননি—এ যেন পুরোটাই "গ্রিফট" আর "গ্র্যাফট" (প্রতারণা ও দুর্নীতি)।'

ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, 'ট্রাম্প যখন সুগন্ধির বিজ্ঞাপন দিচ্ছেন, রিপাবলিকানরা বাজেট বিলের মাধ্যমে দরিদ্র আমেরিকানদের মেডিকেয়ার সুবিধা কমানোর চেষ্টা করছে।' তিনি আরও বলেন, 'সিনেট ডেমোক্র্যাটরা যখন ১ কোটি ৭০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা বাঁচাতে লড়ছেন, ট্রাম্প ব্যস্ত নিজের সুগন্ধি বিক্রি নিয়ে।'

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই সুগন্ধি ট্রাম্প পরিবারের নতুন পণ্যের অংশ। জুন মাসে তার পরিবার 'ট্রাম্প' নাম ব্যবহার করে 'ইউএস মোবাইল' নামে একটি সেবা চালু করে এবং ৪৯৯ ডলারের একটি স্মার্টফোন বাজারে আনে। ফোনটি ট্রাম্পের পছন্দের সোনালী রঙের এবং সুন্দর ডিজাইনের। ট্রাম্প বলেছেন, তিনি তার ব্যবসা সন্তানদের পরিচালনায় একটি ট্রাস্টে দিয়েছেন, যাতে স্বার্থ সংঘাত না হয়। কিন্তু এই ব্যবসা থেকে আয় শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই পৌঁছাবে, যিনি পরিবারের ব্যবসার প্রধান।

ট্রাম্প লাইসেন্সিং চুক্তি, ক্রিপ্টো প্রজেক্ট, গলফ ক্লাবসহ বিভিন্ন ব্যবসা থেকে আয় করেন। এছাড়া তিনি সোনালী জুতো ও 'গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল' নামের পণ্যও বিক্রি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

জেসিআই মানিকগঞ্জের ট্রেজারার হলেন আর.কে. জ্যান

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

অন্যায় করে ফেলছি, ভাই মাফ করা যায় না? ঘুষ নেওয়ার পর ওসি লিটন

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর উদ্দাম নৃত্য, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App