×

আন্তর্জাতিক

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

টিউলিপ সিদ্দিকি। ছবি : সংগৃহীত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং আরো কয়েকজন আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে।

সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে করা মামলাকে পরিকল্পিত ও অন্যায্য বলে মন্তব্য করেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি। তারা বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন টিউলিপ। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গত সপ্তাহে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রদূতকে পাঠানো চিঠিতে রবার্ট বাকল্যান্ড কেসি, সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভি, চেরি ব্লেয়ার কেসি, ফিলিপ সেন্ড কেসি ও জিওফ্রে রবার্টসন কেসি অভিযোগ করেন—টিউলিপ তার মামলার ক্ষেত্রে ন্যায্য অধিকার পাননি। তাদের দাবি, টিউলিপকে অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়নি এবং কোনো আইনজীবী তার হয়ে কাজ করতে পারেননি।

আইনজীবীরা আরো জানান, টিউলিপ যাকে তার আইনজীবী হিসেবে নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দি করা হয়েছে এবং তার মেয়েও হুমকির মুখে পড়েছে।

গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর টিউলিপ, তার মা, ভাই, বোনসহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়।

অভিযোগ রয়েছে, শেখ হাসিনাকে দিয়ে নিজের মায়ের জন্য পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দ করিয়ে নিয়েছিলেন টিউলিপ। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবীরা বলেন, টিউলিপ যুক্তরাজ্যে বসবাস করেন, যুক্তরাজ্যের নাগরিক এবং নির্বাচিত এমপি—তিনি কোনো পলাতক নন। তবে শক্তিশালী অভিযোগ থাকলে বাংলাদেশ তাকে প্রত্যর্পণ চাইতে পারে।

দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর টিউলিপকে নিয়ে যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তিনি মন্ত্রিত্ব ছাড়েন। তিনি দাবি করেছিল, তার কারণে সরকারের মনোযোগ বিঘ্নিত হচ্ছে, তাই তিনি পদত্যাগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আশঙ্কা

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আশঙ্কা

পানি সংকটে নিয়ন্ত্রণে ব্যাহত, শতাধিক ঘর পুড়ে ছাই

কড়াইল বস্তিতে আগুন পানি সংকটে নিয়ন্ত্রণে ব্যাহত, শতাধিক ঘর পুড়ে ছাই

রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

৪৭তম বিসিএস রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App