×

জামায়াত

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ নভেম্বর ঢাকায় লক্ষ লক্ষ জনতার সমাবেশের আগে আমাদের পাঁচ দফা দাবির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ঢাকার পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত আট দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি বলেন, প্রথমে স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক। তবে আট দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, তারা মহাপরিচালকের কাছে নয়, সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি জমা দিতে চান। পরবর্তীতে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আট দলের স্মারকলিপি গ্রহণ করেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং স্মারকলিপি পড়ে শুনিয়েছি। তিনি আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি এবং জানিয়েছেন যে তিনি এই বিষয়গুলো প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

এর আগে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ নভেম্বরের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে ১১ নভেম্বর ঢাকাকে অচল করে দেওয়া হবে। গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়া হোক।

এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App