গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে অগ্নিকাণ্ড
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) থেকে
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
ছবি : ভোরের কাগজ
মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ব্যাংক ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষ চিৎকার করেন। এ সময় শাখা অফিসের ভেতরে একজন ব্যাংক কর্মকর্তা ঘুমিয়ে ছিলেন। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আরো পড়ুন : শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের সাব-অফিসার বিল্লাল হোসেন মৃধা জানান, তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ হলে জানা যাবে।
গ্রামীণ ব্যাংক শাখা ম্যানেজার সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
