×

আইন-বিচার

জুলাই গণহত্যা

হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:০৩ পিএম

হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর অনুমতি সাপেক্ষে এই বিচার কার্যক্রম বেলা সাড়ে ১১টা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতোমধ্যে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন এবং সত্য প্রকাশের শর্তে তার আবেদন মঞ্জুর করা হয়েছে।

গত ১০ জুলাই এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালে বিচারক হিসেবে আছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরো পড়ুন : আন্দোলনে নিহতদের পরিচয় শনাক্তে মরদেহ কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেদিন মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছিলেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে উপস্থিত থেকে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

তিনি আদালতকে জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় যেসব হত্যা ও গণহত্যা সংঘটিত হয়েছিল, তার সব তথ্য-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করতে চান তিনি।

এর আগে গত ১ জুলাই মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি সম্পন্ন হয়। এরপর ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আমলে নেয় এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গত ১৭ জুন পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তারা ৭ দিনের মধ্যে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার চলবে।

সবশেষে, আজকের শুনানি ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য প্রক্রিয়া শুরু হচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার শ্রেণি ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

চার শ্রেণি ছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

তিন সমাবেশ ঘিরে রাজধানীতে ১৪ হাজার পুলিশ মোতায়েন

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

চার বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা

হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

জুলাই গণহত্যা হাসিনা-কামালের বিরুদ্ধে বিচার শুরু, সরাসরি সম্প্রচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App