×

আইন-বিচার

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানকালের হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আদালতে আফ্রিদিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডির একটি দল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফরাজানা হক।

আরো পড়ুন : সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএমপির জরুরি বৈঠক

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলি তার বুকে ও ডান পাশে লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তৌহিদ আফ্রিদির নাম এজাহারে ১১ নম্বর আসামি হিসেবে এবং তার বাবা নাসির উদ্দিন সাথীর নাম ২২ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App