×

আইন-বিচার

২০১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

২০১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি : সংগৃহীত

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে অর্ধেক ভোট ভরে রাখার প্রস্তাব দিয়েছিলেন সে সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী, এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দি দেন সাবেক আইজিপি মামুন। বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সাক্ষ্য দেওয়া শুরু করেন। জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

জবানবন্দিতে মামুন বলেন, শেখ হাসিনাকে সরাসরি ওই পরামর্শ দিয়েছিলেন আইজিপি জাবেদ পাটোয়ারী। একইসঙ্গে পুলিশে গোপালগঞ্জ সিন্ডিকেট প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

তিনি জানান, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া এবং ব্লক রেইড চালানোর মতো সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই নেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে শেখ হাসিনা নিজে নির্দেশনা দিয়েছিলেন। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন মারণাস্ত্র ব্যবহারে অত্যন্ত উৎসাহী ছিলেন বলে উল্লেখ করেন মামুন।

সাবেক আইজিপি বলেন, র‌্যাবের বিভিন্ন ইউনিটে ছিল গোপন বন্দিশালা। এর মধ্যে র‌্যাব-১ এ টিআইএফ নামে একটি গোপন সেল ছিল, যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও সরকারের জন্য হুমকি মনে করা ব্যক্তিদের আটক করা হতো। এসব কর্মকাণ্ডের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কখনও নির্দেশ দিতেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী।

আরো পড়ুন : বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে

তিনি জানান, আয়নাঘরে আটক রাখা, ক্রসফায়ারে হত্যা, এসব কাজ পরিচালনা করতেন র‌্যাবের এডিসি (অপারেশন) ও গোয়েন্দা বিভাগের পরিচালকরা।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চলতি বছরের ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন এবং সত্য উন্মোচন করতে চান।

এর আগে জুলাই আন্দোলন মামলায় শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে ছিলেন আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য ও চিকিৎসক। প্রসিকিউশনের আশা, এ মাসেই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বাড়লো

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুতে যা বললেন শাহেদুল আজম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App