×

আইন-বিচার

ট্রাইব্যুনালে পৌঁছেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

ট্রাইব্যুনালে পৌঁছেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। মামলার অন্য দুই আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই ঘোষণা হবে এ মামলার রায়।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকাল ৯টা ১০ মিনিটের পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। আজই তাকে শেষবারের মতো আদালতে হাজির করা হলো। হাসিনা-কামাল পলাতক থাকলেও সাবেক এই আইজিপি বছরখানেক ধরে কারাবন্দি। তবে রাজসাক্ষী হয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। ফলে সাবেক এই পুলিশপ্রধানের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। অপরদিকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। সক্রিয় রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ট্রাইব্যুনালের তিন সদস্য— বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ দিনটি নির্ধারণ করেন।

মামলায় মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। আর ৯ কার্যদিন ধরে চলে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিখণ্ডন। ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের যুক্তিখণ্ডন শেষে রায়ের দিন ঘোষণার সময় দেওয়া হয়।

যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। তবে রাজসাক্ষী হওয়ায় মামুনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। তার খালাস চেয়েছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি, হাসিনা-কামালও খালাস পাওয়ার যোগ্য।

তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন— উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগের মোট আয়তন ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠা। এর মধ্যে দুই হাজার ১৮ পৃষ্ঠা তথ্যসূত্র, চার হাজার পাঁচ পৃষ্ঠা জব্দতালিকা ও দালিলিক প্রমাণ, আর দুই হাজার ৭২৪ পৃষ্ঠা শহীদদের তালিকা। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

পর্যটকশূন্য সমুদ্রকন্যা কুয়াকাটা

শাটডাউনের প্রভাব পর্যটকশূন্য সমুদ্রকন্যা কুয়াকাটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App