×

আইন-বিচার

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরো পড়ুন : ট্রাইব্যুনাল-সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা

এর আগের দিন রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে।

এ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করে এস এন নজরুল ইসলাম বলেন, রাজধানীতে পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারেন।

তিনি আরো বলেন, ডিএমপি কমিশনারের ‘গুলি করার নির্দেশ’, এ বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ককটেল নিক্ষেপ হলেই গুলি চালানোর প্রশ্ন নেই। আইন অনুযায়ী কোন পরিস্থিতিতে গুলি করা যায়—শুধু সেই বিষয়টিই ব্যাখ্যা করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেবে, আশঙ্কা ছেলে জয়ের

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

পর্যটকশূন্য সমুদ্রকন্যা কুয়াকাটা

শাটডাউনের প্রভাব পর্যটকশূন্য সমুদ্রকন্যা কুয়াকাটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App