×

আইন-বিচার

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ছবি : সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে শেখ রেহানাকে ১০ কাঠা জমি বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জন আসামির রায় ঘোষণা হবে আগামী ১ ডিসেম্বর। মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এই তারিখ নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাক্ষ্য ও প্রমাণে উঠে এসেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন। মামলার সাক্ষ্য অনুযায়ী মূল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা।

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১২ জনের রায়ের তারিখ নির্ধারণ

মামলার অভিযোগে বলা হয়, পূর্বাচলে প্লট বরাদ্দের সময় শেখ রেহানা নিজ পরিবারের জন্য প্লট চান এবং সে অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউককে নির্দেশ দিয়ে ১০ কাঠা জমি বরাদ্দ নিশ্চিত করেন। মিথ্যা হলফনামা ও অবৈধ নির্দেশনার মাধ্যমে এই জমির মালিকানা গ্রহণ করা হয়। এসব অভিযোগে মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় ৩২ জন সাক্ষীর জবানবন্দি, ভুয়া হলফনামা, অবৈধ নির্দেশনাসহ সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে দুদক। যুক্তিতর্ক শেষে চতুর্থ বিশেষ জজ আদালত আগামী ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।

সাক্ষীদের জবানবন্দিতে আরো উঠে আসে, শেখ রেহানার পক্ষে প্লট বরাদ্দের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। নিজে প্লট না নিলেও অভিযোগের ভিত্তিতে তিনিও মামলার অন্যতম আসামি। দুদকের আইনজীবীরা জানান, রায়ে শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি টিউলিপ সিদ্দিকেরও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এদিকে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালন করতেই বাধ্য ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, গুলিতে নিহত ১

বলিউড নিয়ে ইমরান হাশমির ক্ষোভ

বলিউড নিয়ে ইমরান হাশমির ক্ষোভ

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যা, প্রধান শ্যুটারসহ গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যা, প্রধান শ্যুটারসহ গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App