×

গণমাধ্যম

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল চাঁদাবাজরা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ এএম

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল চাঁদাবাজরা!

আসাদুজ্জামান তুহিন

চাঁদাবাজির খবর প্রকাশ করায় গাজীপুরে সন্ত্রাসীরা আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। 

মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। 

বাসন থানার ওসি শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহত ওই সাংবাদিকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। 

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তিনি। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।   

এলাকাবাসী জানায়, ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি। 

এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য।
 
এরপর তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে মৃতু্য নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ সময় ঘটনাটি অসংখ্য মানুষ তাকিয়ে তাকিয়ে দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ বিগিয়ে আসেনি। নৃশংস ওই হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা চাপাতি নিয়ে প্রকাশ্যে উল্লাস করেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App