×

জাতীয়

রাজনীতির মৌলিক পরিবর্তনে তরুণ প্রজন্মকে গড়ে তোলা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম

রাজনীতির মৌলিক পরিবর্তনে তরুণ প্রজন্মকে গড়ে তোলা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা

শুক্রবার ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করে তরুণ প্রজন্মের সম্ভাবনা বৃদ্ধি ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই দিনব্যাপী ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চাইবে এটা স্বাভাবিক, তবে দেশের ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্যও পদক্ষেপ নিতে হবে। রাজনীতি এখনও আমাদের প্রজন্মের নেতাদের হাতে, তবে আগামী ১০-১৫ বছরে তরুণরা অভিজ্ঞতা অর্জন করে মৌলিক পরিবর্তন আনবে।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তরুণ প্রজন্ম এই সিস্টেমে মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আমি সম্পূর্ণ বিশ্বাসী। তরুণরা চলার পথে ভুল করতে পারে, তবে সময় ও অভিজ্ঞতার সঙ্গে তারা শক্তিশালী ও ন্যায়সঙ্গত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।

জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের শিখতে হবে। সঠিক জ্ঞান, দক্ষতা ও প্রশিক্ষণ থাকলে দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক রয়েছে। দেশের জনসংখ্যা বেশি এবং সম্পদ সীমিত হওয়ায় শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক সংস্কৃতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তৌহিদ হোসেন বলেন, দেশের একটি ছোট অংশই মানসম্মত শিক্ষা পায়, আর গ্রামীণ এলাকার শিক্ষা ব্যবস্থা দুর্দশাগ্রস্ত। উচ্চশিক্ষার উন্নয়নেও পদক্ষেপ নিতে হবে। 

জুলাই-আগস্ট আন্দোলন এবং পরিবর্তনের জন্য প্রাণ উৎসর্গকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আমি আশা করি, তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে। তৌহিদ হোসেন ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা, ইসরায়েল-যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং মার্কিন শুল্কনীতি নিয়েও কথা বলেন।

এসওএএস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশতাক এইচ খান এই সেশনের উদ্বোধনী বক্তব্য দেন। আন্তর্জাতিক উচ্চতর ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউট’র চেয়ারম্যান অধ্যাপক ড. মাজলি বিন মালিক, বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর এডভাইজরি বোর্ড সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, নেপালের সাবেক পানিসম্পদ মন্ত্রী ড. দীপক জ্যাওয়ালি এবং ডেইলি স্টারেরর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এতে বক্তব্য দেন।

মালয়েশিয়ার সাবেক শিক্ষা মন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক বলেন, বাংলাদেশ গ্লোবাল সাউথের জন্য আশা জাগানিয়া একটি দেশ হতে পারে। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

ড. মাজলি শ্রমভিত্তিক অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে বাংলাদেশকে স্থানান্তরের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং এই দেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি আঞ্চলিক সংস্থা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সহযোগিতার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ আসিয়ানকে পাশে পাবে।

নেপালের সাবেক পানিসম্পদ মন্ত্রী ড. দীপক জ্যাওয়ালি বলেন, বাংলাদেশের জনগণের অভ্যুত্থান শুধু ব-দ্বীপের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

তিনি গণতন্ত্রের পাশাপাশি সুশাসনের গুরুত্বও তুলে ধরেন।

ডেল্টা অঞ্চলের ওপর যথেষ্ট একাডেমিক মনোযোগ নেই, তাই দায়রা-এর উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারদারাজান বলেন, বাংলাদেশ তার ভবিষ্যতের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে। তবে দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো অর্থনৈতিক বৈষম্য।

মাহফুজ আনাম দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতিবিদরা গণতন্ত্রকে সংসদে প্রবেশের সিঁড়ি হিসেবে ব্যবহার করে।

ড. মুশতাক খান অতীতের ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের কষ্ট এবং পরে তাদের গণঅভূত্থান পরবর্তী আন্দোলন ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দায়রা’র উদ্যোগকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের রাজনীতি ও ভূ-রাজনীতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, ‘রাজনীতি স্বচ্ছ হতে হবে। রাজনৈতিক দলের তহবিলের উৎস নিয়ে আমাদের পুনর্বিবেচনা করা দরকার।’

দুই দিনব্যাপী সম্মেলনের প্রধান প্রতিপাদ্য হলো ‘বাংলাদেশ অ্যাট ক্রস রোডস: রিথিংকিং পলিটিকস, ইকোনমিকস, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি’। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া সেশনটিতে সভাপতিত্ব করেন।

পরে দায়রা-এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের বিস্তৃত সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। দুদিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)। গবেষণা প্রতিষ্ঠানটি বঙ্গীয় বদ্বীপে জ্ঞানের উৎপাদন ও অগ্রগতি নিয়ে কাজ করে।

প্রতিষ্ঠানটি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির গতিশীলতা বোঝাপড়ার চর্চায় কাজ করে যাচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কোন মধু বেশি উপকারী, খাঁটি চেনার উপায়

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাকসু ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

ভুটানের কাছে হোঁচট খেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App