×

গণমাধ্যম

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দু'জন গ্রেফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দু'জন গ্রেফতার

শাহজালাল, মো. ফয়সাল হাসান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

দুইজনের মধ্যে একজনের নাম শাহজালাল (২৫), আরেক জনের নাম মো. ফয়সাল হাসান (২৩)। শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেফতার করা হয়। শাহজালাল কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।

এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম আসামি মো. ফয়সাল হাসানকে (২৩) নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল হাসান পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাব আরো পাঁচজনকে গ্রেফতার করে। যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

গ্রেফতারকৃত মোট সাতজন হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‌্যাব গ্রেফতার করেছে। 

গ্রেফতাররা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। পুলিশের দাবি, তাদের সঙ্গে রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, হত্যারহস্য উদঘাটন করতে শনিবার তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। এছাড়া অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দু'জন গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরো দু'জন গ্রেফতার

ইসরায়েলকে আর অস্ত্র দেবে না জার্মানি

ইসরায়েলকে আর অস্ত্র দেবে না জার্মানি

ভারতের মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত

ভারতের মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত

ঢাকায় সকাল থেকে হালকা বৃষ্টি

ঢাকায় সকাল থেকে হালকা বৃষ্টি বাড়তে পারে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App