×

গণমাধ্যম

বসুন্ধরার এমডি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে লিগ্যাল নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০৮ এএম

বসুন্ধরার এমডি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে লিগ্যাল নোটিশ

বসুন্ধরার এমডি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে লিগ্যাল নোটিশ

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন–এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দ্যনিউজ২৪.কম–এর সম্পাদক ও বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (ব্রামা) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সভাপতি প্রার্থী আনোয়ারুল ইসলাম। শুক্রবার আনোয়ারুল ইসলামের পক্ষে নোটিশটি পাঠান তাঁর আইনজীবী অ্যাডভোকেট লতিফুর রহমান।

নোটিশে বলা হয়েছে, ২৪ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত “বিএনপি মহাসচিবের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।

নোটিশে উল্লেখ করা হয়, সংবাদে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।

আনোয়ারুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কখনোই সেই পরিচয়কে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেননি, এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রভাব বিস্তারের জন্য নাম ব্যবহার করেননি বলে নোটিশে উল্লেখ করা হয়।

এছাড়া সংবাদে ‘কথিত জুলাই যোদ্ধা’ দেলোয়ার হোসেনকে ফাঁসানোর অভিযোগ সম্পর্কেও বলা হয়েছে — এ বিষয়ে সাংবাদিকরা পুলিশ বা মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে তথ্য যাচাই করেননি।

নোটিশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে দেলোয়ারের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও অর্থ লেনদেনের অডিও প্রচারিত হয়েছে, যা যাচাই করলে প্রকৃত তথ্য পাওয়া যেত।

নোটিশে আরও উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ও প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত যে অভিযোগ সংবাদে প্রকাশ করা হয়েছে, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা নির্দিষ্ট তথ্যসূত্র উপস্থাপন করা হয়নি।

অ্যাডভোকেট লতিফুর রহমান বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অসত্য ও মানহানিকর। আমরা ২৪ ঘণ্টার মধ্যে সংবাদটির প্রতিবাদ প্রকাশের আহ্বান জানিয়েছি; তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App