×

মধ্যপ্রাচ্য

গাজায় আরো ৬০ মরদেহ উদ্ধার, নিহত ছাড়াল ৫৪ হাজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০৯:০৩ এএম

গাজায় আরো ৬০ মরদেহ উদ্ধার, নিহত ছাড়াল ৫৪ হাজার

বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারী। ছবি : সংগৃহীত

বর্বর ইসরায়েলের অব্যাহত হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকায় প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রাণহানি। সর্বশেষ শনিবার (৩১ মে) আরো ৬০ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার হয়েছে। একই দিনে আহত হয়েছেন আরো ২৮৪ জন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই বর্বর হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৪০০ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।

রবিবার (১ জুন) এ তথ্য জানিয়েছে অরুদ্ধ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তাসংস্থা আনাদোলুর।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করছেন। কিন্তু টানা হামলার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। অনেক স্থানে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

আরো পড়ুন : ইসরায়েলকে ৯৪০ জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চলতি বছরের জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চ বাতিল করে ইসরায়েল আবারও পূর্ণ মাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গাজায় স্থল ও আকাশপথে হামলার তীব্রতা বেড়েছে। এতে করে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে গাজার জনগণকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন এবং গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই মধ্যে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল

ড. ইউনূসের মানহানির মামলা বাতিলের রায় বহাল

সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি: ফখরুল

সচেতনতার সঙ্গে এগুচ্ছে বিএনপি: ফখরুল

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App