×

আন্তর্জাতিক

ইসরায়েলকে ৯৪০ জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৫:১৮ পিএম

ইসরায়েলকে ৯৪০ জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ইসরায়েল ৯৪০টি জাহাজ ও বিমান বোঝাই করে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর এক পট্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ের মধ্যে মোট ৯০,০০০ টনের বেশি সামরিক সরঞ্জাম পৌঁছেছে দেশটিতে। এর মধ্যে রয়েছে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং চিকিৎসা সরবরাহ। সবশেষ মঙ্গলবার (২৭ মে) সকালে ৮০০তম অস্ত্রবাহী মার্কিন বিমান ইসরায়েলে অবতরণ করেছে।

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র হতে এই অস্ত্র সরবরাহ শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চললেও যুক্তরাষ্ট্র থেকে ধারাবাহিকভাবে এই অস্ত্র সহায়তা এসেছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান বারবার উপেক্ষা করে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই আক্রমণে এখন পর্যন্ত ৫৪,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

এই সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া তীব্র হচ্ছে। গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে একটি মামলা চলমান রয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে ধারাবাহিক অস্ত্র সরবরাহ এবং সামরিক সহায়তা ইসরায়েলের চলমান অভিযানে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সহায়তা যুদ্ধ থামানোর বদলে আরও দীর্ঘায়িত করছে সংঘাত। বাড়িয়ে তুলছে মানবিক বিপর্যয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App