×

মধ্যপ্রাচ্য

গ্রেটা থানবার্গের গাজামুখী জাহাজ আটকে দিল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:১০ এএম

 গ্রেটা থানবার্গের গাজামুখী জাহাজ আটকে দিল ইসরায়েল

গাজামুখী জাহাজ আটকে দিল ইসরায়েল

আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও অন্য সমাজকর্মীরা ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজা অভিমুখে সমুদ্রপথে যাত্রা করেছিলেন। 

তবে তাদের সে জাহাজ এবার আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেটা নিজেই।

একটি পূর্ব রেকর্ডকৃত এক ভিডিওতে গ্রেটা বলেন, ‘আমার নাম গ্রেটা থানবার্গ। আমি সুইডেন থেকে এসেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে জেনে নিন যে আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি দখলদার বাহিনী বা যারা ইসরায়েলকে সমর্থন করে এমন কোনো দেশ আটক করেছে। 

আমি আমার বন্ধুবান্ধব, পরিবার এবং সহযোদ্ধাদের অনুরোধ করছি যেন আমাদের দ্রুত মুক্ত করার জন্য  সুইডিশ সরকারকে চাপ দেয়া হয়।

এই ভিডিও প্রকাশের কিছুক্ষণ পরেই ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) নিশ্চিত করে যে ইসরায়েলি সেনারা তাদের গাজামুখী জাহাজ ‘ম্যাডলিন’-এ প্রবেশ করেছে।

এর আগে তারা জানায়, ‘জাহাজে হামলা চালানো হয়েছে।’ টেলিগ্রামে এফএফসি আরও জানায়, ‘ম্যাডলিন’-এর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

কোয়াডকপ্টার ঘিরে রেখেছে এবং জাহাজের ওপর সাদা রঙের মতো পদার্থ ছিটিয়ে দিচ্ছে। রেডিওতে বিরক্তিকর শব্দ বাজানো হচ্ছে, আর যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

এই সহায়তা বহনকারী জাহাজটি ইতালির কাটানিয়া বন্দর থেকে ১ জুন যাত্রা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আগেই জানিয়েছিলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যেন ম্যাডলিন জাহাজ গাজার দিকে না যেতে পারে।

জার্মানভিত্তিক প্রেস কর্মকর্তা মাহমুদ আবু-ওদে এএফপি-কে জানান, অ্যাকটিভিস্টদের গ্রেফতার করা হয়েছে বলেই মনে হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌবাহিনী জাহাজটিকে দিক পরিবর্তন করতে বলেছিল, কারণ এটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করছিল। 

তাদের ভাষ্য অনুযায়ী, যাত্রীরা নিজ নিজ দেশে ফিরে যাবে। এই জাহাজে যে অল্প পরিমাণ সাহায্যসামগ্রী ছিল এবং সেলিব্রিটিরা যা খরচ করেননি, সেগুলো প্রকৃত মানবিক সাহায্যের পথেই গাজায় পাঠানো হবে।











সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

মির্জা ফখরুল স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App