গাজায় একদিনেই নিহত ৮৯, মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার ৬৭৬

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম

টানা বিমান হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮৯ জন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরো অন্তত ৪৬৭ জন। শুক্রবার (২৫ জুলাই) দিনভর চলা এ হামলার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে, আর আহতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন। খবর আনাদোলু এজেন্সির।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক গোষ্ঠী হামাস হঠাৎ ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর প্রতিশোধ ও জিম্মিদের উদ্ধারের লক্ষ্যেই সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আরো পড়ুন : গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়: একদিনেই অনাহারে প্রাণ হারাল ১৫ জন
প্রায় ১৫ মাসের টানা লড়াইয়ের পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি টিকেছিল মাত্র দুই মাসেরও কম। গত ১৮ মার্চ থেকে ফের পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরো প্রায় ৩১ হাজার ৯৩৪ জন।
হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে চলমান অভিযানকে ‘জরুরি’ ও ‘অবশ্যই শেষ করতে হবে’ বলে জানিয়েছে আইডিএফ।
গাজায় ক্রমবর্ধমান প্রাণহানি ঠেকাতে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ইসরায়েলের প্রতি অবিলম্বে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এবং সব জিম্মিকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।