ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিলো ইসরায়েল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:২৯ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইরানের ভেতরে নতুন হামলারও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই : যদি ইরান ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যায়, তবে আমাদের দীর্ঘ হাত আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে তেহরানে পৌঁছাবে। এবার ব্যক্তিগতভাবে খামেনিই হবেন আমাদের লক্ষ্যবস্তু।
তার এই বক্তব্য ইসরায়েলি শীর্ষ দৈনিক ইয়েদিওথ আহরোনোথ সরাসরি উদ্ধৃত করেছে।
আরো পড়ুন : বিমান থেকে গাজায় খাবার ফেলতে শুরু করেছে জর্ডান ও আরব আমিরাত
তবে ইসরায়েলের এই প্রকাশ্য হুমকির জবাবে এখনো পর্যন্ত তেহরান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার পর ১২ দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। এই সংঘর্ষে যুক্তরাষ্ট্রও সরাসরি যুক্ত হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।
অবশেষে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতিতে পৌঁছায় দুইদেশ। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই সাম্প্রতিক হুমকি যুদ্ধবিরতির স্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান সম্পর্কের সাম্প্রতিক উত্তাপ পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। ইরানের ভেতরে হামলার হুমকির সঙ্গে খামেনিকে সরাসরি হত্যার বার্তা এই অঞ্চলে সহিংসতার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে।