ব্র্যাক ড্রাইভিং স্কুলের সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক মানববন্ধন
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
ব্র্যাক ড্রাইভিং স্কুলের সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক মানববন্ধন
সড়ক নিরাপত্তায় সচেতনতা বাড়াতে ব্র্যাক ড্রাইভিং স্কুল আশকোনা এবং উত্তরার উদ্যোগে আয়োজিত হলো সচেতনতামূলক মানববন্ধন। গতকাল ব্র্যাক ড্রাইভিং স্কুল এয়ারপোর্টের সামনের রাস্তায় এবং দিয়াবাড়ি খালপার ও ময়লার মোড়ে র্যালি এবং মানববন্ধন করে প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ডিএমিপ ট্রাফিক ইনস্পেক্টর মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ব্র্যাক ড্রাইভিং স্কুলের ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস, ট্রেইনার জেমস যোয়াব সরেন সহ স্কুলের প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী, ব্র্যাক স্টাফ এবং ট্রাফিক পুলিশ সদস্যরা।
‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক মানববন্ধন পালন করা হয়। এইবারের লক্ষ্য সবাই যেন মোটরসাইকেল চালনার সময় মানসন্মত হেলমেট ব্যবহার ও যেকোন যানের ক্ষেত্রে নিরাপদ গতিতে চালনা এবং মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কমানো।
মানববন্ধরে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই।
