×

মধ্যপ্রাচ্য

গাজা দখলে অনড় নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:৪০ এএম

গাজা দখলে অনড় নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি ; সংগৃহীত

গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্তে অনড় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও এই পরিকল্পনায় রয়েছে সেনাবাহিনীর স্পষ্ট আপত্তি এবং জিম্মিদের জীবনের মারাত্মক ঝুঁকির সতর্কবার্তা।

সোমবার (৪ আগস্ট) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, চলতি সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে গাজা সম্পূর্ণ দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম ওয়াইনেট-কে বলেন, সিদ্ধান্ত চূড়ান্ত! আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। জিম্মিদের রাখা এলাকাগুলোতেও অভিযান চালানো হবে।

আরো পড়ুন : গাজায় একদিনে ৯৪ ফিলিস্তিনি নিহত

এই সিদ্ধান্তে ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে বিভক্তি দেখা দিয়েছে। আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির এই পরিকল্পনার বিরোধিতা করেছেন বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম। সেনাপ্রধানের সম্মতি না থাকলে তাকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ওই কর্মকর্তা।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বর্তমানে গাজার প্রায় ৭৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনায় বাকি অংশগুলোও দখলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইডিএফ আশঙ্কা প্রকাশ করেছে, নতুন সামরিক অভিযানের ফলে হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের জীবন হুমকির মুখে পড়বে।

নেতানিয়াহু অবশ্য মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীকে পরবর্তী করণীয় জানাবেন বলে জানিয়েছেন। যদিও কেউ কেউ মনে করছেন, কূটনৈতিক চাপ এবং জিম্মি মুক্তির আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো সেনা অভিযান কিছুটা বিলম্বিত রাখার সিদ্ধান্ত নিতে পারেন।

এই সিদ্ধান্ত গাজার লাখো সাধারণ মানুষের মানবিক বিপর্যয় আরো গভীর করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার সংস্থাগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App