×

যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:০৩ এএম

বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট। ছবি : সংগৃহীত

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় প্রদানকারী এশিয়ার অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানায়। এর মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত।

পিগট বলেন উল্লেখ করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একইসঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগণকে আশ্রয় দেওয়া অন্যান্য আঞ্চলিক দেশগুলোকেও প্রশংসা করেছে দেশটি।

আরো পড়ুন : গণভোট বা বিশেষ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আইনজ্ঞদের

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই দেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

বর্তমানে ক্যাম্পগুলোতে প্রতি বছর নতুন করে প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। নতুন আগমনসহ এখন ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ক্ষোভ ও শাস্তি দাবি

মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অপমান সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ক্ষোভ ও শাস্তি দাবি

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App