×

মধ্যপ্রাচ্য

বাগদান সারলেন দুবাইয়ের সেই আলোচিত রাজকন্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম

বাগদান সারলেন দুবাইয়ের সেই আলোচিত রাজকন্যা

মরক্কো-আমেরিকান র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে শেখা মাহরা

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্যা শেখা মাহরা তার বিলাসী জীবনযাপনের বিশ্বে ব্যাপকভাবে জন্য পরিচিত।

রাজপরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে গত বছর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রাজকন্যা মাহরা। এবার নতুন সংসার শুরু করতে যাচ্ছেন তিনি। 

সম্প্রতি মরক্কো-আমেরিকান র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে শেখা মাহরার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন ফ্রেঞ্চ মনটানা। এর আগে ২০২৪ সালের শেষ দিকে শেখা মাহরা ও ৪০ বছর বয়সি মনটানাকে একসঙ্গে দেখা যায়। সে সময় রাজকন্যা তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন। 

পরবর্তীতে মরক্কো ও দুবাই শহরে একসঙ্গে ঘুরে বেড়ানো, রেস্তোরাঁয় ডিনার, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের পন্ট দেস আর্টস ব্রিজে হাঁটাহাঁটির মাধ্যমে তাদের সম্পর্ক আলোচনায় আসে।

তবে তাদের একসঙ্গে প্যারিসের বিভিন্ন ফ্যাশন ইভেন্টে হাত ধরাধরি করে উপস্থিত হওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়। 


এর আগে ২০২৩ সালের মে মাসে একই রাজপরিবারের সদস্য শেখ মানার বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের সঙ্গে বিয়ে হয় শেখা মাহরার। 

তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় ২০২৪ সালের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তাকে তালাক দেন মাহরা।

এক ইনস্টাগ্রামে এক পোস্টে শেখা মাহরা লিখেছিলেন ‘প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। 

আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।

জানা গেছে, অনেক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেন রাজকন্যা মাহরা।

প্রদর্শনী, ফ্যাশন শো এবং পুরস্কার অনুষ্ঠানসহ দেশব্যাপী বিভিন্ন ইভেন্টে তাকে দেখা যায়। গত বছর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে, তিনি ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়েছিলেন।

ফ্যাশন শিল্পের প্রতি মাহরার ভালোবাসা বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। তবে বিবাহবিচ্ছেদের পর তার এই ভালোবাসা আরও বেড়েছে। বিবাহবিচ্ছেদের মাত্র দুই মাসের মাথায় নিজের ব্র্যান্ড ‘Mahra M1’ নিয়ে হাজির হন শেখা মাহরা।

আর এই ব্যান্ডের প্রথম পণ্য হিসেবে ‘DIVORCE’ (বিবাহবিচ্ছেদ) নামে এটি পারফিউম বাজারে ছাড়েন তিনি। পারফিউমটির মূল্য রাখা হয়েছে ২৭২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার টাকারও বেশি)।

বিবাহবিচ্ছেদের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন পারফিউমের ঘোষণা করেন মাহরা। যেখানে কোনো ব্যাখ্যা বা উপমার ব্যবহারই করেননি তিনি। 

বরং কালো বোতলের ওপর সাদা অক্ষরে 'DIVORCE' লেখাটি নজর কাড়ে সবার, যা তার ব্যক্তিগত জীবনের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন রাজকন্যার ভক্তরা।

জানা গেছে, দুবাইয়ে প্রাইভেট স্কুলে পড়ালেখা করেছেন মাহরা। এরপর যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ডিগ্রি রয়েছে তার। 

ব্যবসার সঙ্গে জড়িত মাহরা সামাজিক ও মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত। সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করছেন তিনি।

অন্যদিকে, ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুচ। তার জন্ম ৯ নভেম্বর, ১৯৮৪ সালে। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় গান ‘আনফরগেট্যাবল’ ও ‘নো স্টাইলিস্ট’-এর জন্য পরিচিত। 

পাশাপাশি দাতব্য কাজের ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাসংক্রান্ত প্রকল্পে তিনি অর্থায়ন করেছেন।

২০০৭ উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুচকে বিয়ে করেন মনটানা, তবে ২০১৪ সালে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়। এই দম্পতির ১৬ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে, তার নাম ক্রুজ খারবুচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিকে খুন

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামিকে খুন

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের মামলা

রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত: বিবিসি

রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত: বিবিসি

বাগদান সারলেন দুবাইয়ের সেই আলোচিত রাজকন্যা

বাগদান সারলেন দুবাইয়ের সেই আলোচিত রাজকন্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App