×

ময়মনসিংহ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৫

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৫

ছবি: সংগৃহীত

   

শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে নকলা পৌরসভার দক্ষিণ (মাউড়া) মহল্লার আবুল কালামের বাড়ির সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক বাইপাস মহসড়কে এই ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ও আহতরা হলেন- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়াও গোমড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৫), নুর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৫) ও শাহজাহানের ছেলে সাদ্দাম মিয়ার (৩০)। 

পুলিশ ও স্থানীয়বাসীন্দারা জানান, রাত সাড়ে ৯ টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ওই ৬ জন ঘটনাস্থলে নেমে ঘুরাঘুরি করছিল। এ সময় গ্রামবাসিরা গরুচোর সন্দেহে তাদের গনধোলাই দেয়। এতে গুরুতরভাবে আহত হয় সবাই। খবর পেয়ে  থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় অন্যান্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত দেড়টার দিকে মোসলেম উদ্দিনের মৃত্যু হয় । অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য অন্যান্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোসলেম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App