×

ময়মনসিংহ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ছবি : ভোরের কাগজ

ভালুকা আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা দলীয় প্রার্থীকে চাঁদাবাজ উল্লেখ করে নানা ধরনের স্লোগান দিয়ে মনোনয়ন বাতিলের দাবি জানান।

মিছিলের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে ওই ইউনিয়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। উল্লেখ্য, এই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মোর্শেদ আলম।

আরো পড়ুন : ভালুকায় বহিষ্কৃত বিএনপি নেতার এমপি নির্বাচনে প্রচারণা, তৃণমূলে অসন্তোষ

সমাবেশ শেষে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মোর্শেদ আলমের পক্ষে স্লোগানে স্লোগানে মিছিলটি ওই ইউনিয়নের সিডস্টোর বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন।

বিক্ষোভকারী নেতাকর্মীরা জানান, ভালুকার বিএনপির রাজনীতিতে মোর্শেদ আলমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার অবদানকে উপেক্ষা করে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন দেওয়ায় তারা ক্ষুব্ধ। তারা দাবি করেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বাচ্চুর পরিবর্তে মোর্শেদ আলমকে মনোনয়ন দেওয়া হোক, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়াকে বিদায় জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে বিদায় জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

সজীব ওয়াজেদ জয় জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে এনডিএম নেতার শোকবার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App